রাজশাহীর একাল-সেকাল
দক্ষিণ এশিয়ার সর্ব উত্তরের শহর,রাজা-জমিদারদের শাসিত শহর রাজশাহী।রাজশাহী সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি ভালভাবে পড়ুন।
কালজয়ী ইতিহাসের সমৃদ্ধ ভান্ডারখ্যাত এই বাংলাদেশে অবস্থিত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শহরের নাম রাজশাহী। এই রাজশাহীর জনবসতি প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের হাজার বছরের ঐতিহ্য বহন করছে, যার অনেকাংশ আজ ধ্বংসের দিকে প্রবাহমান। এই নগরীর কোল ঘেষে বাংলাদেশে প্রবেশ করেছে সুদূর হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হওয়া গঙ্গা নদী, যা এই শহরে প্রমত্তা পদ্মা অর্থাৎ পদ্মা নদী নামে পরিচিত। আমের জন্য বিখ্যাত নগর হিসেবেও পরিচিত এই রাজশাহী।
একসময় এই রাজশাহী রেশম সুতা ও রেশমবস্ত্রের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এসব বস্ত্রের সন্ধান পাওয়া খুবই দূর্বীষহ। এছাড়াও এই নগরীতে কুটিরশিল্পের মধ্যে কাঠের কারুকার্য, কামার-সূতার, বাঁশ-বেত-এর আসবাবপত্র,কাসার থালা-বাসন,গৃহীনীদের সেলাই করা নকশীকাঁথা উল্লেখযোগ্য। শিক্ষা নগরীখ্যত এই রাজশাহীতে দেশের প্রায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এমনকি দেশের একমাত্র পুলিশ একাডেমি এবং পোস্টাল একাডেমি এই নগরীতে অবস্থিত।
প্রাচীন পুণ্ড্রবর্ধনের এই নগরীতে অনেক রাজা-জমিদারের বসবাসকে কেন্দ্র করে নাম করা হয়েছে 'রাজশাহী'। ধারণা করা হয়, ৫০ শতকে ভাতুরিয়া ও দিনাজপুরের জমিদার রাজা গণেশ এই নগরীরর অধিপতি ছিলেন। যিনি রাজা শাহ নামেও পরিচিত ছিলেন। সেই থেকে ধারণা করা হয় 'রাজা' আর 'শাহ' মিলে 'রাজশাহী' নামকরণ করা হয়েছে।
নগরীর এই নাম করণকে কেন্দ্র করে অনেক মতপার্থক্য ও কল্পকাহিনী রয়েছে। এজন্য একক ভাবে বলা যায়, এই জেলায় বহু জমিদার-রাজাদের বসবাস ছিল, সুতরাং তারই ধারাবাহিকতায় এর নাম হয়েছে রাজশাহী।
সেই রাজা-জমিদারদের সময় থেকে ব্রিটিশ শাসনামল,ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামল, পাকিস্তান শাসনামল থেকে আজকের এই রাজশাহীর।যা ইতিহাসের পরদে পরদে ভরপুর এক কালজয়ী শহর। এখানে যেমন রয়েছে দর্শনীয় স্থান, আবার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি রয়েছে পুরাতন কলকারখানা ইত্যাদি।
সূচীপত্রঃ রাজশাহীর একাল-সেকাল
- রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ
- রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ
- রাজশাহীর বিনোদন কেন্দ্র সমূহ
- রাজশাহীর শিল্প কারখানা সমূহ
রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ
- পুঠিয়া রাজবাড়ী
- হাওয়া খানা
- নাটোর দীঘাপতিয়া রাজবাড়ী
রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- রাজশাহী প্রৌকশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল
- রাজশাহী কলেজ
- রাজশাহী মহিলা কলেজ
- রাজশাহী নিউ গর্ভঃ ডিগ্রি কলেজ
- রাজশাহী সরকারি সিটি কলেজ
- রাজশাহী শারিরীক শিক্ষা কলেজ
- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
- রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট,উল্লেখযোগ্য।
রাজশাহীর বিনোদন কেন্দ্র সমূহ
- শহীদ জিয়া শিশু পার্ক
- শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান
- পদ্মা গার্ডেন
- মুক্তমঞ্চ
- সিমলা পার্ক
- সাফিনা পার্ক
- টি-বাঁধ
- আই-বাঁধ,উল্লেখযোগ্য।
রাজশাহীর শিল্প কারখানা সমূহ
- রাজশাহী টেক্সটাইল মিলস্
- রাজশাহী জুট মিলস্
- রাজশাহী সুগার মিলস্
- রাজশাহী রেশম কারখানা,উল্লেখযোগ্য।
বর্তমানে এই নগরী-পরিচ্ছন্ন শহর,সবুজ শহর এবং আলোকোজ্জ্বল শহর নামে পরিচিত। নগরীর রাস্তার ডিভাইডারে এবং দু'পাশে বিরাজমান শত শত ফুল ও ফলের বৃক্ষ। সন্ধ্যা হলেই সমগ্র নগর জুড়ে চোখে পড়ে একেক ধরনের ডিজাইন করা লাইটের খুঁটিতে জ্বলে ওঠা আলোকোজ্জ্বল রশ্নিমালা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url